পরিচ্ছেদ
যে সমস্ত জন্তু হত্যা করা নিষেধ তা ভক্ষন করাও হারাম
বুলুগুল মারাম : ১৩২৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩২৪
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ: النَّمْلَةِ، وَالنَّحْلَةِ، وَالْهُدْهُدِ، وَالصُّرَدِ. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন; রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চারটি জন্তু হত্যা করতে নিষেধ করেছেনঃ পিপীলিকা, মৌমাছি, হুদহুদ পাখি ও সূরাদ (এক প্রকার শিকারী পাখি)। [১৪৩১]
১৪৩১. আবু দাউদ ৫২৬৭. আহমাদ ৩০৫৭, ৩২৩২, দারেমী ১৯৯৯।