পরিচ্ছেদ ১০৫.
অযুর স্থলাভিষিক্ত হয়ে তায়াম্মুম নাপাকী দূর করে
বুলুগুল মারাম : ১৩২
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩২
وَلِلتِّرْمِذِيِّ: عَنْ أَبِي ذَرٍّ نَحْوُهُ، وَصَحَّحَهُ
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে এবং তিনি একে সহীহও বলেছেন। [১৫৮]
[১৫৮] তিরমিযী ১২৪; তিরমিযীর শব্দসমূহ হচ্ছে: (আরবী) “নিশ্চয়ই পবিত্র মাটি মুসলিমের জন্য পবিত্রকারী যদিও সে দশ বছর যাবৎ পানি না পায়। আর যখন পানি পেয়ে যাবে তখন সে তা তার শরীরে স্পর্শ করায় তথা ব্যবহার করে গোসল করে নেয়। কেননা এটা তার জন্য অতি উত্তম । তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন।