পরিচ্ছেদ ৩৩.
ইসলাম উঁচু থাকবে, নিচু হবে না
বুলুগুল মারাম : ১৩০৯
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩০৯
وَعَنْ عَائِذِ بْنِ عَمْرِو الْمُزَنِيِّ - رضي الله عنه - عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «الْإِسْلَامُ يَعْلُو، وَلَا يُعْلَى» أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ
আয়িয ইবন আমর মুযানী (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ইসলাম উঁচু থাকবে-নীচু হবে না। [১৪১৬]