পরিচ্ছেদ ৩২.
আরবদের কাছ থেকে কর নেয়া
বুলুগুল মারাম : ১৩০৭
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩০৭
وَعَنْ عَاصِمِ بْنِ عُمَرَ، عَنْ أَنَسٍ، وَعَنْ عُثْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ، أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - بَعْثَ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى أُكَيْدِرِ دُومَةَ، فَأَخَذُوهُ فَحَقَنَ دَمَهُ، وَصَالَحَهُ عَلَى الْجِزْيَةِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
আসিম ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আনাস ও উসমান ইবনু আবু সুলায়মান (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খালিদ ইবনু ওয়ালীদকে যুদ্ধাভিযানে দুমাতুল জান্দালে শাসক উকাইদিরের নিকটে পাঠিয়েছিলেন । তিনি তাকে বন্দী করে নিয়ে আসেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে হত্যা করা হতে রক্ষা করলেন ও তার সাথে জিইযয়া করের বিনিময়ে সন্ধি করেন। [১৪১৪]
[১৪১৪] আবু দাউদ ৩০৬৭।আলবানি হাদিসটিকে হাসান বলেছেন, তাহকিক আবু দাউদ।