পরিচ্ছেদ ২৮.
বিধর্মীকে নিরাপত্তা দান করা প্রসঙ্গে
বুলুগুল মারাম : ১৩০০
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩০০
زَادَ ابْنُ مَاجَه مِنْ وَجْهٍ آخَرَ: «وَيُجِيرُ عَلَيْهِمْ أَقْصَاهُمْ»
ইবনু মাজাহ হতে বর্ণিতঃ
মুসলিমদের একজন দূরতম ব্যক্তি অর্থাৎ নগণ্য লোকও সকল মুসলিমের পক্ষ হতে আশ্রয় প্রদানের অধিকার রাখে। [১৪০৭] (আরবী) বুখারী মুসলিমে উম্মু হানী (রাঃ) কর্তৃক বর্ণিত; হাদীসে আছে, তুমি যাকে আশ্রয় দেবে তাকে আমরাও আশ্রয় দিয়েছি বলে সাব্যস্ত হবে।
[১৪০৭] আবু দাউদ ২৭৫১, ইবনু মাজাহ ২৬৮৫. আহমাদ ৬৭৫১, ৬৯৩১।