পরিচ্ছেদ ২৮.
বিধর্মীকে নিরাপত্তা দান করা প্রসঙ্গে
বুলুগুল মারাম : ১২৯৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১২৯৮
وَلِلْطَيَالِسِيِّ: مِنْ حَدِيثِ عَمْرِو بْنِ الْعَاصِ: «يُجِيرُ عَلَى الْمُسْلِمِينَ أَدْنَاهُمْ»
তাইয়ালিসীতে ‘আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ
একজন তুচ্ছ মুসলিমও মুসলিমের পক্ষ হতে আশ্রয় দানের অধিকার রাখে। [১৪০৫]
[১৪০৫] আহমাদ ১৭৩১১ ।