পরিচ্ছেদ ১৬.
মল্লযুদ্ধ
বুলুগুল মারাম : ১২৭৬
বুলুগুল মারামহাদিস নম্বর ১২৭৬
وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه -، أَنَّهُمْ تَبَارَزُوا يَوْمَ بَدْرٍ. رَوَاهُ الْبُخَارِيُّ ، وَأَخْرَجَهُ أَبُو دَاوُدَ مُطَوَّلاً
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
বদরের যুদ্ধে তারা শত্রুর মুকাবিলায় (এককভাবে) সৈন্য দলের মধ্য হতে বের হয়ে লড়েছিলেন। [১৩৮২]
[১৩৮২] বুখারী ৩৯৬৭, ৪৭৪৪, ৩৯৬৫।