পরিচ্ছেদ ০২.
ঈ’লার (স্ত্রী থেকে পৃথক থাকার শপথ করা) বিধানবলী
বুলুগুল মারাম : ১০৯০
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৯০
وَعَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ: أَدْرَكْتُ بِضْعَةَ عَشَرَ مِنْ أَصْحَابِ رِسُولِ اللهِ - صلى الله عليه وسلم - كُلُّهُمْ يَقِفُونَ الْمُوْلِي. رَوَاهُ الشَّافِعِيُّ (1).
সুলাইমান ইবনু ইয়াসার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, আমি দশ জনের ও অধিক সহাবীকে দেখেছি তাঁরা (ঈলাকারীদেরকে) বিচারকের নিকট হাজির করেছেন।–শাফেয়ী। [১১৯১]
[১১৯১] শাইখ মুহাম্মাদ বিন আবদুল ওয়াহহাব তাঁর আল হাদিস (৪/১৬৬) গ্রন্থে এর সনদকে সহীহ্ বলেছেন। নাসিরুদ্দিন আলবানী তাঁর ইরওয়াউল গালী্ল(২০৮৬) গ্রন্থে (আরবি) এর স্থলে (আরবি) শব্দে একই বর্ণনাকারী থেকে বর্ণনা করেছেন। অর্থাৎ (আরবি) এর স্থলে (আরবি) এর সিগাহ ব্যবহার করেছেন। আর হাদিসটিকে সহীহ্ বলেছেন।