পরিচ্ছেদ ০৭.
সামান্য পরিমাণ মোহরানা ধার্য করা মুস্তাহাব
বুলুগুল মারাম : ১০৩৫
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৩৫
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «خَيْرُ الصَّدَاقِ أَيْسَرُهُ» أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ (1).
ওক্বাহ ইবন্ ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, উত্তম মোহর হচ্ছে যা দেয়া সহজ হয়। -আবূ দাঊদ; হাকিম সহীহ্ বলেছেন। [১১৩৩]
[১১৩৩] আবূ দাউদ ২১১৭, হাকিম ২য় খন্ড ১৮১-১৮২ পৃষ্ঠা।