পরিচ্ছেদ ০১.
স্ত্রীর পশ্চাৎদ্বার দিয়ে সঙ্গম করা হারাম
বুলুগুল মারাম : ১০১৩
বুলুগুল মারামহাদিস নম্বর ১০১৩
عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «مَلْعُونٌ مَنْ أَتَى امْرَأَةً فِي دُبُرِهَا» رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَاللَّفْظُ لَهُ، وَرِجَالُهُ ثِقَاتٌ، لَكِنْ أُعِلَّ بِالْإِرْسَالِ (1).
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, স্ত্রীর বাহ্যদ্বারে সংগমকারী ব্যক্তি অভিশপ্ত। -শব্দ বিন্যাস নাসায়ীর, এ হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য। কিন্তু এর সানাদের উপর ইরসালের দোষারোপ করা হয়েছে। [১১০৭]
[১১০৭] আবূ দাউদ ২১৬২, ইবনু মাজাহ ১৯২৩, আহমাদ ৭৬২৭,৮৩২৭, দারেমী ১১৪০।