৪৯২.
অনুচ্ছেদঃ নিজের ভাইয়ের কাছেও অনুমতি প্রার্থনা করবে।
আদাবুল মুফরাদ : ১০৭৪
আদাবুল মুফরাদহাদিস নম্বর ১০৭৪
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْثَرٌ، عَنْ أَشْعَثَ، عَنْ كُرْدُوسٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: يَسْتَأْذِنُ الرَّجُلُ عَلَى أَبِيهِ، وَأُمِّهِ، وَأَخِيهِ، وَأُخْتِهِ---[قال الشيخ الألباني] : ضعيف الإسناد موقوفا
আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
মানুষ তার পিতা-মাতা ও ভাই-বোনের নিকট প্রবেশানুমতি চাইবে। (তাবারী)