৪০. অনুচ্ছেদঃ
গনিমতের সম্পদ হতে বন্টনের আগে নেওয়া নিষেধ
জামে' আত-তিরমিজি : ১৬০১
জামে' আত-তিরমিজিহাদিস নম্বর ১৬০১
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ انْتَهَبَ فَلَيْسَ مِنَّا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَنَسٍ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বন্টনের পূর্বে যে ব্যক্তি গনিমতের সম্পদ হতে কিছু গ্রহণ করে সে আমাদের দল ভুক্ত নয়। সহীহ্, মিশকাত তাহকীক ছানী (২৯৪৭)
এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ এবং আনাস (রাঃ)-এর রিওয়াত হিসাবে গারীব বলেছেন।