পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৫৮
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৫৮
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাতের কিছু সময় ইলমের আলোচনা করা পূর্ণ রাত্রি জাগরণ অপেক্ষা উত্তম।তাহক্বীক্ব : যঈফ। উক্ত বর্ণনার সনদে ইবনু জুরাইজ নামে একজন যঈফ রাবী আছে। সে ইবনু আব্বাস (রাঃ)-এর যুগ পায়নি।
দারেমী হা/২৬৪; মিশকাত হা/২৫৬; বঙ্গানুবাদ মিশকাত হা/২৩৯, হ/২৬ পৃঃ।