পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৫৭
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৫৭
ওয়াছেলা ইবনু আসক্বা (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি ইলম তালাশ করেছে এবং তা লাভ করতে পেরেছে, তার জন্য দুই গুণ ছওয়াব রয়েছে। আর যদি তা লাভ করতে না পারে, তাহলে তার জন্য একগুণ ছওয়াব রয়েছে।তাহক্বীক্ব : যঈফ।
দারেমী হা/৩৩৫; মিশকাত হা/২৫৩; বঙ্গানুবাদ মিশকাত হা/২৩৬, ২/২৫ পৃঃ।