পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৫০
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৫০
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কুরআন সাত হরফে নাজিল হয়েছে। তার প্রত্যেক আয়াতের একটি বাইরের ও একটি ভিতর দিক রয়েছে; প্রত্যেক দিকেরই একটি হদ রয়েছে, আর প্রত্যেক হদেরই একটি অবগতি স্থান রয়েছে। তাহক্বীক্ব : যঈফ।
সিলসিলা যইফাহ হা/২৯৬৯ ; যইফুল জামে' হা/১৩৩৮