পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৫১
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৫১
আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ইলম তিন ধরনের। মুহকাম আয়াত, প্রতিষ্ঠিত সুন্নাত, ফরয আদেল। এর বাইরে যা রয়েছে তা অতিরিক্ত। আমর ইবনে শু’আইব তার পিতার সূত্রে তার দাদা থেকেও বর্ণনা করেছেন। সেখানে মুখতাল শব্দের পরিবর্তে মুরা শব্দ রয়েছে। তাহক্বীক্ব : যঈফ।
যইফ আবুদাউদ হা/২৮৮৫; যইফ ইবনে মাজাহ হা/৫৪ ; যইফুল জামে' হা/ ৩৮৭১