পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৪৯
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৪৯
জুন্দুব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যাক্তি কুরআনের ব্যাপারে নিজের মত অনুযায়ী কোন কথা বলবে, আর তাতে যদি সে সত্যও বলে, তবুও সে ভুল করবে। তাহক্বীক্ব : যঈফ।
যইফ তিরমিযী হা/২৯৫২; আবুদাউদ হা/৩৬৫২ ; যইফুল জামে' হা/৫৭৩৬