পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৪৭
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৪৭
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আমার পক্ষ হতে হাদীছ বর্ণনার ব্যাপারে সতর্ক হবে, যে পর্যন্ত না তা তোমরা আমার বলে জানবে। কারণ যে ব্যাক্তি আমার প্রতি ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করবে, সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। তাহক্বীক্ব : যঈফ।
যইফ তিরমিযী হা/২৯৫১