পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৪৮
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৪৮
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যাক্তি কুরআন সম্পর্কে নিজের মনমত কোন কথা বলবে, সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। তাহক্বীক্ব : যঈফ।
যইফ তিরমিযী হা/২৯৫১