পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৪৬
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৪৬
আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মুমিন কখনও ইলম শ্রবণে তৃপ্তি লাভ করে না, যতক্ষণ না সে তার প্রতিদানে জান্নাত পায়।তাহক্বীক্ব : যঈফ।
যঈফ তিরমিযী হা/২৬৮৬।