৫/২০.
কুরআন তিলাওয়াতের সাজদাহ্।
আল লু'লু ওয়াল মারজান : ৩৪০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৪০
حديث زَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّهُ سَأَلَ زَيْدَ بْنَ ثَابِتٍ رضي الله عنه، فَزَعَمَ أَنَّهُ قَرأَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّجْمِ فَلَمْ يَسْجُدْ فِيهَا
যায়দ ইব্নু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
‘আতা ইবনু ইয়াসার যায়দ ইবনু সাবিত (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, তার ধারণা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট সূরা وَالنَّجْمِ (ওয়ান্ নাজ্ম) তিলাওয়াত করা হল অথচ এতে তিনি সাজদাহ্ করেননি। (বুখারী পর্ব ১৭ : /৬ হাঃ ১০৭২, মুসলিম ৫/ ২০০, হাঃ ৫৭৭)