৩৭/২২.
চিত হয়ে এক পা আরেক পা-র উপর রেখে শোয়া বৈধ।
আল লু'লু ওয়াল মারজান : ১৩৬০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৬০
حديث عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ، أَنَّهُ رَأَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مُسْتَلْقِيًا فِي الْمَسْجِدِ، وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الاخْرَى
আবদুল্লাহ ইব্নু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মাসজিদে চিত হয়ে এক পায়ের উপর আরেক পা রেখে শুয়ে থাকতে দেখেছেন। (বুখারী পর্ব ৮ অধ্যায় ৮৫ হাদীস নং ৪৭৫; মুসলিম ৩৭/২২, হাঃ ২১০০)