পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৮৮
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৮৮
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
শস্য কৃষকের জন্য,যদিও তা ছিনিয়ে নিয়ে থাকে।হাদীসটি বাতিল, এটির কোন ভিত্তি নেই।সান‘আনী ‘‘সুবুলুস সালাম’’ গ্রন্থে (৩/৬০) বলেনঃ কেউ এটিকে উল্লেখ করেননি। ‘‘আল-মানার’’ গ্রন্থে বলা হয়েছেঃ এ হাদীসটিকে খুজাখুজি করেছি, কিন্তু পাইনি।শাওকানী ‘‘নাইলুল আওতার’’ গ্রন্থে বলেনঃ এটির ব্যাপারে অবহিত হইনি, এটিতে দৃষ্টি দেয়া দরকার।আমি (আলবানী) বলছিঃ আমি এটির ব্যাপারে দৃষ্টি দিয়েছি,কিন্তু তার ভিত্তি পাইনি। বরং এটিকে সহীহ হাদীসের বিপরীতে পেয়েছি। (আরবি)১। ‘‘যে ব্যক্তি মৃত যমীন জীবিত করবে (আবাদ করবে) তা তার জন্যেই।অত্যাচারীর জন্য এতে কোন হক নেই।’’হাদীসটি সহীহ্ সনদে আবূ দাউদে (২/৫০) বর্ণিত হয়েছে। তিরমিযী (২/২২৯) হাদীসটিকে হাসান বলেছেন।(আরবি)২। ‘‘যে ব্যক্তি কোন সম্প্রদায়ের যমী তাদের বিনা অনুমতিতে চাষ করবে, তার সেই ক্ষেত হতে কোন অংশ নেই। তাকে তার খরচগুলো দিয়ে দিতে হবে।’’হাদীসটি আবূ দাউদ (২/২৩), তিরমিযী (২/২৯১), ইবনু মাজাহ (২/৯০), তাহাবী ‘‘আল-মুশকিল’’ গ্রন্থে (৩/২৮০), সহিহাক্বী (৬/১৩৬) ও ইমাম আহমাদ (৪/১৪১) বর্ণনা করেছেন। ইমাম বুখারী এটিকে হাসান বলেছেন। এটি সহীহ অনুরূপ অর্থের বহু হাদীস থাকার কারনে। দেখুন ‘‘ইরওয়াউল গালীল’’ (হাঃ নংঃ ১৫১৯)