পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৮০
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৮০
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
মাহদী হবে আমার চাচা আব্বাসের সন্তানদের থেকে।হাদীসটি জাল।এটিকে দারাকুতনী “আল-আফরাদ” গ্রন্থে (২/নম্বর ২৬) উল্লেখ করেছেন । তার থেকে দাইলামী (৪/৮৪) ও ইবনুল জাওযী “আল-ওয়াহিয়াত” গ্রন্থে (১৪৩১) মুহাম্মদ ইবনুল ওয়ালীদ আল-কুরাশী সূত্রে .... উল্লেখ করেছেন।দারাকুতনী বলেনঃ হাদীসটি গারীব, মুহাম্মদ ইবনুল ওয়ালীদ এককভাবে উল্লেখিত সনদে বর্ণনা করেছেন।আমি (আলবানী) বলছিঃ তিনি মিথ্যার দোষে দোষী। ইবনু আদী বলেনঃ (আরবি) তিনি হাদীসটি জাল করতেন।আবূ আরূবাহ বলেনঃ (আরবি) ‘তিনি মিথ্যূক।’ ইবনুল জাওযীর উদ্ধৃতিতে মানাবী একই কারণ দর্শিয়েছেন।আমি (আলবানী) বলছিঃ এ হাদীসটি মিথ্যা হওয়ার প্রমাণ এই যে, এটি রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কথা বিরোধী। তিনি বলেনঃ “মাহদী আমার মেয়ে ফাতিমার সন্তানদের মধ্য থেকে হবে।” এটিকে আবূ দাউদ (২/২০৭-২০৮), ইবনু মাজাহ (২/৫১৯), হাকিম (৪/৫৫৭), আবূ আম্র আদ্দানী ও উকায়লী যিয়াদ ইবনু বায়ান সূত্রে বর্ণনা করেছেন।