পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৪২
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৪২
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
নাবীগণ হচ্ছেন নেতা, ফাকীহগণ হচ্ছেন সর্দার আর তাদের মজলিস গুলো হচ্ছে অতিরিক্ত।হাদীসটি বানোয়াট।হাদীসটি দারাকুতনী তার “সুনান” গ্রন্থে (পৃঃ ৩২২) এবং কাযাঈ “মুসনাদুশ শিহাব” গ্রন্থে (১/২৩) ... হারিস ইবনু আব্দিল্লাহ হামদানী আল-আওয়ার সূত্রে... বর্ণনা করেছেন।এ সনদটি নিতান্তই দুর্বল। হারিসকে জামহূর ওলামা দুর্বল আখ্যা দিয়েছেন।ইবনুল মাদীনী বলেনঃ “(আরবী)” তিনি মিথ্যুক। শু‘বা বলেনঃ আবূ ইসহাক তার থেকে মাত্র চারটি হাদীস শ্রবণ করেছেন।“আল-আশফ” গ্রন্থে এসেছে (১/২০৫), ‘আলী আল-কারী’ বলেনঃ এটি বানোয়াট হাদীস। অনুরূপ কথা “খুলাসা” গ্রন্থেও এসেছে।