পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৩৭
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৩৭
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
মানুষের মাঝে এমন এক যামানা আসবে যখন তারা বাঘের ন্যায় হবে। অতঃপর যে ব্যক্তি বাঘ না হতে পারবে তাকে বাঘগুলো খেয়ে ফেলবে।হাদীসটি নিতান্তই দুর্বল।ইবনুল জাওযী তার ‘‘আল-মাওযূ‘আত’’ গ্রন্থে (৩/৮০) দারাকুতনীর সূত্রে উল্লেখ করেছেন। এ সনদে যিয়াদ ইবনু আবী যিয়াদ আল-জাস্সাস নামক এক বর্ণনাকারী আছেন।দারাকুতনী বলেনঃ যিয়াদ এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি মাতরূক [অগ্রহণযোগ্য]।সুয়ূতী তার ‘‘আল-লাআলী’’ গ্রন্থে (২/১৫২) বলেনঃ ‘‘আল-মীযান’’ গ্রন্থে বলা হয়েছে যে, যিয়াদ দুর্বল হওয়ার বিষয়ে সকলে একমত পোষণ করেছেন। ইবনু হিব্বান তাকে নির্ভরযোগ্যদের অন্তর্ভুক্ত করেছেন এবং বলেছেন যে, কখনও কখনও ত্রুটি করতেন। তাবারানীও হাদীসটি ‘‘মু‘জামুল আওসাত’’ গ্রন্থে উল্লেখ করেছেন।আমি (আলবানী) বলছিঃ তাবারানীর বর্ণনায় হায়সামী ‘‘আল-মাজমা’’ গ্রন্থে (৭/২৮৭, ৮/৮৯) উল্লেখ করে হাদীসটি সম্পর্কে বলেছেনঃ এর সনদের মধ্যে এমন সব ব্যক্তি রয়েছেন যাদেরকে চিনি না।