পরিচ্ছেদ ৮০.
পেশাব-পায়খানা থেকে বের হওয়ার সময় যা বলতে হবে
বুলুগুল মারাম : ৯৯
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৯
وَعَنْهَا، أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ إِذَا خَرَجَ مِنَ الْغَائِطِ قَالَ: «غُفْرَانَكَ» أَخْرَجَهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ أَبُو حَاتِمٍ وَالْحَاكِمُ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন পায়খানা করে বের হওয়ার সময় বলতেন, গুফরানাকা (তোমার নিকট ক্ষমা চাইছি) - আবূ হাতিম ও হাকিম একে সহীহ বলেছেন। [১১৭] পাঁচজনে বর্ণনা করেছেন।
[১১৭]হাদীসটিকে আয়িশাহ (রাঃ) এর সম্পর্কিত করে ইবনু হাজার ভুল করেছেন। হাদীসটি মূলতঃ আবূ হুরাইরা হতে আবূ দাঊদে (৩৫) বর্ণিত।