পরিচ্ছেদ ০৩.
স্নেহপরায়ন, বেশী সন্তান প্রসবিনী নারীদেরকে বিবাহ করা
বুলুগুল মারাম : ৯৭০
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৭০
وَلَهُ شَاهِدٌ: عِنْدَ أَبِي دَاوُدَ، وَالنَّسَائِيِّ، وَابْنِ حِبَّانَ أَيْضًا مِنْ حَدِيثِ مَعْقِلِ ابْنِ يَسَارٍ (1).
ইবনু হিব্বানে মা’কাল বিন ইয়সার হতে বর্ণিতঃ
শাহিদ বা সমর্থক হাদীস রয়েছে। [১০৬৩]
[১০৬৩] আবূ দাউদ ২০৫০, নাসায়ী ৩২২৭।