পরিচ্ছেদ ০৫.
ওয়াসিয়্যাতের বিধানের মাধ্যমে আল্লাহ তায়ালার অনুগ্রহের বর্ণনা
বুলুগুল মারাম : ৯৬৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৬৪
وَأَخْرَجَهُ أَحْمَدُ، وَالْبَزَّارُ مِنْ حَدِيثِ أَبِي الدَّرْدَاءِ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
ইমাম আহমাদ ও বাযযার হাদীসটিকে আবূ দারদা (রাঃ) থেকে বর্ণনা করেছেন । [১০৪০]
[১০৪০] বাযযার ১৩৮২, আহমাদ ২৬৯৩৬ ।