পরিচ্ছেদ ০৫.
কুরআন শিখিয়ে বেতন নেওয়ার বিধান
বুলুগুল মারাম : ৯১৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৯১৩
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ» رَوَاهُ ابْنُ مَاجَهْ وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - عِنْدَ أَبِي يَعْلَى وَالبَيْهَقِيِّ وَجَابِرٍ عِنْدَ الطَّبَرَانِي ، وَكُلُّهَا ضِعَافٌ
ইবনু ‘উমার(রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, শ্রমিককে তাঁর ঘাম শুকানোর পূর্বেই মজুরী দিয়ে দাও । [৯৮০]আবূ ইয়া’লা ও বাইহাকীতে আবূ হুরাইরা(রাঃ) থেকে আর ত্বাবারানীতে জাবীর(রাঃ) থেকে এ ব্যাপারে আরো হাদীস বর্ণিত হয়েছে, কিন্তু তাঁর সবগুলোই য’ঈফ হাদীস । [৯৮১]
[৯৮০] ইবনু মাজাহ ২৪৪৩ । ইমাম হাইসামী মাজমাউয যাওায়েদ ৪/১০১ গ্রন্থে বলেন, এর সনদে শারকি বিন কাত্তামি রয়েছে, সে দুর্বল । ইমাম সুয়ূতী আল জামেউস সগীর ১১৬৪ গ্রন্থে একে দুর্বল বলেছেন । ইমাম সনআনী সুবুলুস সালাম এর সনদে দুজন দুর্বল বর্ননাকারী পেয়েছে- শারকি বিন কাত্তামি ও মুহাম্মাদ বিন যিয়াদকে । কিন্তু শাইখ আলবানী তাখরীজ মিশকাতুল মাসাবীহ ২৯১৮ নং গ্রন্থে একে সহীহ লিগাইরিহী বলেছেন, ইরওয়াউল গালীল ১৪৯৮ গ্রন্থে সহীহ ও সহীহুল জামে ১০৫৫ গ্রন্থে একে হাসান বলেছেন ।[৯৮১] বাইহাকী (৬/১২১) হাসান সনদে, আবূ ইয়ালা (৬৬৮২), তাবরানী সগীর(৩৪) ।