পরিচ্ছেদ ৭৫.
যে সকল স্থানে পেশাব-পায়খানা নিষিদ্ধ
বুলুগুল মারাম : ৯১
বুলুগুল মারামহাদিস নম্বর ৯১
زَادَ أَبُو دَاوُدَ، عَنْ مُعَاذٍ: «وَالْمَوَارِدَ»
আবূ দাঊদ মু‘আয (রাঃ) হতে বর্ণিতঃ
“(পুকুর, নদীর) ‘ঘাটে’ শব্দটি অতিরিক্ত বর্ণনা করেছেন। [১০৯]
[১০৯] যঈফ অর্থাৎ (আরবী) শব্দটি যঈফ। আর অবশিষ্ট অংশটুকু সহীহ। আবূ দাঊদ ২৬); আবূ দাঊদের শব্দগুলো হচ্ছেঃ “তিনটি অভিশাপের কাজ থেকে মুক্ত থাকঃ পানিতে নামার স্থানে (ঘাটে), জনসাধারণের চলাচলের রাস্তা ও ছায়ায় মলমূত্র ত্যাগ করা হতে।”