পরিচ্ছেদ ০১.
শরীয়ত বিরোধী না হলে সন্ধি করা জায়েয
বুলুগুল মারাম : ৮৭৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৭৩
وَقَدْ صَحَّحَهُ ابْنُ حِبَّانَ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
এই হাদীসটিকে ইবনু হিব্বান সহীহ বলেছেন।” [৯৩৮]
[৯৩৮] আবু দাউদ ৩৫৯৪, আহমাদ ৮৫৬৬। হাদিসটি সহিহ লিগাইরিহি, তাওযিহুল আহকাম ৪/৫০৩ পৃঃ