পরিচ্ছেদ ০৭.
ঋণে লাভ বা উপস্বত্ত লাভের বিধান
বুলুগুল মারাম : ৮৬৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৬৩
وَآخَرُ مَوْقُوفٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ عِنْدَ الْبُخَارِيِّ
আবদুল্লাহ বিন সালাম (রাঃ) হতে বর্ণিতঃ
বুখারীতে একটা মাওকূফ হাদীস রয়েছে। [৯২৩]
[৯২৩] বুখারী ৩৮১৪, ৭৩৪২। আবূ বুরদাহ (রহঃ) বলেন, আমি মদীনাহ্য় গেলাম; আবদুল্লাহ ইব্নু সালামের সাথে আমার দেখা হল। তিনি আমাকে বললেন, তুমি আমাদের এখানে আসবে না? তোমাকে আমি খেজুর ও ছাতু খেতে দেব এবং একটি ঘরে থাকতে দেব। অতঃপর তিনি বললেন, তুমি এমন স্থানে (ইরাকে) বসবাস কর, যেখানে সুদের কারবার খুব ব্যাপক। যখন কোন মানুষের নিকট তোমার কোন প্রাপ্য থাকে আর সেই মানুষটি যদি তোমাকে কিছু ঘাস, খড় অথবা খড়ের ন্যায় সামান্য কিছুও হাদীয়া পেশ করে তার কাছ থেকে তা গ্রহণ করো না, যেহেতু তা সুদের অন্তর্ভুক্ত।