পরিচ্ছেদ ০১.
সুদের ব্যাপারে নিষেধাজ্ঞা এবং এর কঠিন শাস্তির প্রসঙ্গ
বুলুগুল মারাম : ৮৩০
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৩০
وَلِلْبُخَارِيِّ نَحْوُهُ مِنْ حَدِيثِ أَبِي جُحَيْفَةَ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
বুখারীতেও আবূ জুহাইফাহ থেকে অনুরূপ বর্ণিত হয়েছে। [৮৮৩]
[৮৮৩] বুখারী ২০৮৬, ২২৩৮, ৫৩৪৭, ৫৯৪৫, আবূ দাউদ ৩৬৮৩, আহমাদ ১৮২৮১, ১৮২৮৮।