পরিচ্ছেদ ০৩.
হজ্ব ওয়াজিব হওয়ার শর্তাবলী
বুলুগুল মারাম : ৭১৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৭১৩
وَأَخْرَجَهُ التِّرْمِذِيُّ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَ أَيْضًا، وَفِي إِسْنَادِهِ ضَعْفٌ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
তিরমিযীও ইবনু ‘উমার (রাঃ) হতে অনুরূপ বর্ণনা করেছেন- কিন্তু তাঁর সানাদ য’ঈফ। [৭৫৯]
[৭৫৯] তিরমিযী ২৯৯৮, ইবনু মাজাহ ২৮৯৬শাইখ আলবানী যঈফ তিরমিযী ২৯৯৮ গ্রন্থে বলেন, এটি অত্যন্ত দুর্বল, তবে (আরবি) কথাটি অন্য হাদীস দ্বারা সুসাব্যস্ত। ইমাম যায়লায়ী নাসবুর রায়াহ ৩/৯ গ্রন্থে বলেন, এর সনদে হুসাইন ইবনুল মাখারিক হচ্ছে দুর্বল।