পরিচ্ছেদ ৫০.
মৃত ব্যক্তির পরিবারের জন্য খাবার পাঠানো মুস্তাহাব
বুলুগুল মারাম : ৫৯৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৯৪
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ -حِينَ قُتِلَ- قَالَ النَّبِيُّ - صلى الله عليه وسلم -: «اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ» أَخْرَجَهُ الْخَمْسَةُ، إِلَّا النَّسَائِيَّ
আব্দুল্লাহ্ বিন জা’ফর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, যখন জা’ফরের নিহত (শহীদ) হবার সংবাদ (মাদীনাহতে) পৌঁছল তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, -জা’ফরের পরিবারবর্গের জন্য তোমরা খাবার তৈরী কর। কারণ তাদের নিকট এমন এক বিপদ এসেছে যা তাদেরকে শোকাভিভূত কিংকর্তব্যবিমূঢ করে ফেলেছে। [৬৩০]
[৬৩০] তিরমিযী ৯৯৮, আবূ দাঊদ ২১৩২, ইবনু মাজাহ ১৬১০।