পরিচ্ছেদঃ
বৃষ্টি প্রার্থনার সলাতের পদ্ধতি ও তার খুতবা
বুলুগুল মারাম : ৫১৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৫১৬
وَلِلدَّارَقُطْنِيِّ مِنْ مُرْسَلِ أَبِي جَعْفَرٍ الْبَاقِرِ: وَحَوَّلَ رِدَاءَهُ؛ لِيَتَحَوَّلَ الْقَحْطُ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
এবং দারাকুতনিতে আৰূ জা’ফর বাকেরের মুরসাল হাদীস থেকে বর্ণিত হয়েছে। তিনি তার চাদরকে উল্টালেন যেন দুর্ভিক্ষও উল্টে গিয়ে সচ্ছলতা আসে। [৫৫২]
[৫৫২] দারাকুতনী ২/৬৬/২, হাকিম ১/৩২৬।