পরিচ্ছেদঃ
ভয়ের সালাতে সাহউ সেজদাহ নেই
বুলুগুল মারাম : ৪৮৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৮৪
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ وَعَنْهُ مَرْفُوعًا: «لَيْسَ فِي صَلَاةِ الْخَوْفِ سَهْوٌ» أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ
ইবনু ‘উমার(রাঃ) হতে বর্ণিতঃ
ভয়ের সালাতে সাহউ সেজদাহ নেই। দারাকুৎনী দুর্বল সানাদে। [৫২০]
[৫২০] দারাকুৎনী ২/৫৮/১ । ইবনু আদী তাঁর আল কামিল ফিয যুআফা (৭/১২) গ্রন্থে বলেন, এর সনদে আব্দুল হামিদ বিন আস সিররী রয়েছেন যিনি মাজহুল বর্ণনাকারিদের অন্তর্ভুক্ত । ইমাম যাহাবী তাঁর মীযানুল ই’তিলাদ (২/১১৮) গ্রন্থে বলেন, আস সিরী বিন আব্দুল হামিদ মাতরূকুল হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একই হাদিস এসেছে যেটিকে তিনি একই গ্রন্থে (২/৫৪১) একে মুনকার বলেছেন। ইমাম সুয়ূতি তাঁর আল’জামেউস সগীর (৭৬৪৪) গ্রন্থে উক্ত দুটি বর্ণনাকেই দুর্বল বলেছেন। শাইখ আলবানী যইফুল জামে (৪৯১১), সিলসিলা যঈফা (৪৩৯৪) গ্রন্থে একে দুর্বল বলেছেন।