পরিচ্ছেদঃ
খুতবা অবস্থায় ইমামের দিকে মুখ করে বসা
বুলুগুল মারাম : ৪৭৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৭৩
وَلَهُ شَاهِدٌ مِنْ حَدِيثِ الْبَرَاءِ عِنْدَ ابْنِ خُزَيْمَةَ
ইবনু খুযাইমাহ কর্তৃক সংকলিত বারাআ (রাঃ) হতে বর্ণিতঃ
এর বর্ণিত হাদীসটি উক্ত হাদীসের শাহিদ সমার্থক।