পরিচ্ছেদঃ
ফরয ও নফল সলাতের মাঝে পার্থক্য করা শরীয়তসম্মত
বুলুগুল মারাম : ৪৬১
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৬১
وَعَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّ مُعَاوِيَةَ قَالَ لَهُ: إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ، حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - أَمَرَنَا بِذَلِكَ: أَنْ لَا نُوصِلَ صَلَاةً بِصَلَاةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ. رَوَاهُ مُسْلِمٌ
সায়িব্ বিন্ ইয়াযিদ (রাঃ) হতে বর্ণিতঃ
মু’আবিয়াহ (রাঃ) তাঁকে বলেছেন যখন তুমি জুমু’আহর সলাত আদায় করবে তখন অন্য কোন (নফল) সলাতকে তার সঙ্গে মিলাবে না; যতক্ষণ না কথা বল বা বের হও। একথা নিশ্চিত যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের এক সলাতকে অন্য সলাতের সঙ্গে সংযোগ না করেত নির্দেশ দিয়েছেন। যতক্ষন না আমরা কথা বলি বা (সলাতের) স্থান ত্যাগ করে। [৪৯৯]
[৪৯৯] মুসলিম ৮৮০, আবূ দাঊদ ১১২৯, আহমাদ ২৬৪২৪, ১৬৪৬৮