পরিচ্ছেদ ৪১.
পাগড়ি সহকারে মাথার সম্মুখভাগ মাসাহ করা যথেষ্ট
বুলুগুল মারাম : ৪৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৬
وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - تَوَضَّأَ، فَمَسَحَ بِنَاصِيَتِهِ، وَعَلَى الْعِمَامَةِ وَالْخُفَّيْنِ. أَخْرَجَهُ مُسْلِمٌ
মুগীরাহ বিন শু‘বাহ (রাঃ) হতে বর্ণিতঃ
‘নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ওযু করা কালে তাঁর কপাল, পাগড়ি ও মুজাদ্বয়ের উপর মাসহ করেছেন।’ [৫৯]
[৫৯] সহীহ মুসলিম (৮৩, ২৭৪)