পরিচ্ছেদ ৩৫.
অযুতে দাড়ি খেলাল (ভেজা আংগুল দিয়ে দাড়ির গোড়া ভিজানো) করার বিধান
বুলুগুল মারাম : ৪০
বুলুগুল মারামহাদিস নম্বর ৪০
وَعَنْ عُثْمَانَ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ يُخَلِّلُ لِحْيَتَهُ فِي الْوُضُوءِ. أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ
‘উসমান (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উযু করার সময় তার দাড়ি খিলাল করতেন। [৫২]
[৫২] হাদিসটি জয়ীফ, অনেক শাহীদ হাদিস থাকা সত্ত্বেও ত্রুটিমুক্ত হয়নি (তাওযিহুল আহকাম ১/২২০), তিরমিযি (৩১), ইবনু খুযাইমাহ (১/৭৮-৭৯)। ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ। মুহাক্কিক সুমাইর আয যুহরি বুল্গুল মারামের ব্যাখ্যা গ্রন্থে বলেন, শাহেদের কারনে হাদিসটি হাসান সহীহ। কেননা হাদিসটি দশের অধিক সাহাবা থেকে সমর্থক হাদীস বর্নিত হয়েছে।