পরিচ্ছেদঃ
ফজরের সুন্নাতের বিশেষত্ব
বুলুগুল মারাম : ৩৫৫
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৫৫
وَلِمُسْلِمٍ: «رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
মুসলিমে আছে- ফাজ্রের দু’রাকা’আত (সুন্নাত) সলাত দুনিয়া ও তার মধ্যস্থিত সকল বস্তুর চেয়ে উত্তম। [৩৯৬
[৩৯৬] মুসলিম ৭২৫, তিরমিযী ৪১৬, নাসায়ী ১৭৫৯, আহমাদ ২৫৭৭৪