পরিচ্ছেদ ৩৮.
এক কাপড়ে সলাত আদায় করা বৈধ ও তা পরিধানের পদ্ধতি
বুলুগুল মারাম : ২০৯
বুলুগুল মারামহাদিস নম্বর ২০৯
وَلَهُمَا مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه -: «لَا يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ لَيْسَ عَلَى عَاتِقِهِ مِنْهُ شَيْءٌ»
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
(বড় কাপড় থাকলে) ঘাড়ের উপর কিছু না দিয়ে যেন কেউ এক কাপড়ে সলাত আদায় না করে । [২৪২]
[২৪২] বুখারী ৩৫৯; মুসলিম ৫১৯