পরিচ্ছেদ ১৬.
আসর সলাতের পর যুহরের সুন্নাত আদায়ের বিধান
বুলুগুল মারাম : ১৭৭
বুলুগুল মারামহাদিস নম্বর ১৭৭
وَلِأَبِي دَاوُدَ عَنْ عَائِشَةَ بِمَعْنَاهُ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
উক্ত মর্মে হাদিস বর্ণিত আছে। [২০৪]
[২০৪] যইফ। আবূ দাউদ ১২৮০, নাসিরুদ্দীন আলবানী বলেন, এর সনদে ইনকিতার কারনে ত্রুটি রয়েছে। (ইরওয়া ২/১৮৮), সিলসিলা যঈফা ৯৪৬ মুনকাররুপে। এ হাদীসের রাবীতে রয়েছে যাকওয়ান। আর উম্মু মাসালাম থেকে তার বর্ণিত হাদিসটি মুনকার (আল-মুহাল্লা আহমাদ শাকের ২/২৬৭)