পরিচ্ছেদ ১৫.
ফজর উদয়ের পর দুরাকয়াত সুন্নাত ব্যতীত অন্য সলাত আদায় করা নিষেধ
বুলুগুল মারাম : ১৭৫
বুলুগুল মারামহাদিস নম্বর ১৭৫
وَمِثْلُهُ لِلدَّارَقُطْنِيِّ عَنِ ابْنِ عَمْرِو بْنِ الْعَاصِ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আমর ইবনুল ‘আস (রাঃ) এর পুত্র (‘আব্দুল্লাহ) হতে দারাকুত্বনীতে অনুরূপ হাদীস বর্ণিত আছে। [২০২]
[২০২] দারাকুতনী ১/৩/৪১৯। দারাকুতনীর শব্দসমূহ হচ্ছে- (আরবী) ফযর সলাতের পর দু‘রাকয়াত ব্যতীত আর কোন সলাত নেই।