অধ্যায় (৬) :
আল্লাহর যিক্র ও দু‘আ
বুলুগুল মারাম : ১৫৫০
বুলুগুল মারামহাদিস নম্বর ১৫৫০
وَلَهُ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ: «لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ مِنَ الدُّعَاءِ» وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ وَالْحَاكِمُ
আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
(অর্থাৎ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন: দুআর থেকে আল্লাহর কাছে আর কোন বস্তু (ইবাদত) অধিক মযাদাসম্পন্ন নয়।” [১৬৫৮]
[১৬৫৮] তিরমিযী ৩৩৭০, ইবনু মাজাহ ৩৮২৯।নুমান (রাঃ) বর্ণিত হাদিসটি সহিহ এবং আনাসা (রাঃ) হতে বর্ণিত হাদিসটি জঈফ; তাওযিহুল আহকাম ৭/৫৪৬।