অধ্যায় (৬) :
আল্লাহর যিক্র ও দু‘আ
বুলুগুল মারাম : ১৫৪৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১৫৪৮
وَعَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «إِنَّ الدُّعَاءَ هُوَ الْعِبَادَةُ» رَوَاهُ الْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ
নুমান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) : বলেন দু'আটাই ইবাদাত। [১৬৫৬]
[১৬৫৬] আর দাউদ ১৪৭৯, তিরমিয়ী ৩৩৭২, ইবনু মাজাহ ৩৮২৮. আহমাদ ১৭৮৮৮, ১৭৯১৯।