পরিচ্ছেদ ২৮.
আকীকার পরিমাণ
বুলুগুল মারাম : ১৩৫৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩৫৮
وَأَخْرَجَ أَحْمَدُ وَالأَرْبَعَةُ عَنْ أُمِّ كُرْزٍ الْكَعْبِيَّةِ نَحْوَهُ
সাহাবীয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ
অনুরুপ একটা হাদীস বর্ণনা করেছেন। [১৪৬৬]
[১৪৬৬] বুখারী ৩২৭, ৩৩৪, আবূ দাউদ ২৭৯, ২৮৮, তিরমিযী ১২৯, নাসায়ী ২০২, ২০৩, ইবনু মাজাহ ৬২৬, ৬৪৬, আহমাদ ২৪০১৭, দারেমী ৭৬৮, ৭৭৫, ৭৮২।