পরিচ্ছেদ ০৩.
তা’যীযের কারণে মৃত্যুবরণকারীদের বিধান
বুলুগুল মারাম : ১২৫৫
বুলুগুল মারামহাদিস নম্বর ১২৫৫
وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: مَا كُنْتُ لِأُقِيمَ عَلَى أَحَدٍ حَدًّا، فَيَمُوتُ، فَأَجِدُ فِي نَفْسِي، إِلَّا شَارِبَ الْخَمْرِ; فَإِنَّهُ لَوْ مَاتَ وَدَيْتُهُ. أَخْرَجَهُ الْبُخَارِيُّ
আলী ইব্নু আবূ ত্বলিব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি কাউকে শরীয়তের দণ্ড দেয়ার সময় সে তাতে মরে গেলে আমার দুঃখ হয় না। কিন্তু মদ পানকারী ছাড়া। সে মারা গেলে আমি জরিমানা দিয়ে থাকি। [১৩৬১]
[১৩৬১] বুখারী ৬৭৭৮, মুসলিম ১৭০৭, আবূ দাঊদ ৪৪৮৬, ইবনু মাজাহ ২৫৬৯, আহমাদ ১০২৭, ১০৮৭।